বুলেটে অধীর। হাত ছেড়ে স্ট্যান্ট। ভিডিও পোস্ট হতেই ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে, তথাকথিত কুর্তা-পায়জামা ছেড়ে একেবার প্যান্ট-শার্টে বহরমপুরের সাংসদ। মাথায় ক্যাপ।
রবিবার সকালেই উদ্বোধন হয়েছে বলরামপুর বাইপাসে। নতুন রাস্তায় দিব্য বুলেট চালিয়ে উপভোগ করছেন অধীর চৌধুরীর। তবে অধীরের এহেন কাণ্ড দেখে সমালোচনা করেছে তৃণমূল এবং বিজেপি। তাদের অভিযোগ হেলমেট ছাড়া বাইক চালিয়ে আইন ভেঙেছেন সাংসদ।
যানজট এড়াতেই এদিন উদ্বোধন করা হয়েছে এই বাইপাসের। জনপ্রতিনিধি হিসাবে উদ্বোধনে হাজির ছিলেন অধীর চৌধুরী। ভিডিওতে দেখা গিয়েছে, বাইক চালানোর ফাঁকেই দলীয় কর্মীদের উৎসাহ দিচ্ছেন। আবার কখনও হাত ছেড়েই বাইক চালাচ্ছেন। যদিও বিরোধীদের কথার কোনও উত্তর দেননি বহরমপুরের সাংসদ।
তবে এই ঘটনা সামনে আসছে কংগ্রেস নেতার সমালোচনায় সরব তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের অভিযোগ, নিয়ম ভাঙাই অধীর চৌধুরীর কাজ। কিন্তু একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরণের কাজ না করলেই তিনি পারতেন।