Bankura Water Story : জলমগ্ন ইন্দাস, বন্ধ পঠনপাঠন, অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে

Updated : Aug 03, 2023 12:18
|
Editorji News Desk

সোমবার দুপুর থেকে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায়। তার জেরে ইন্দাস (Indus) ব্লকের বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এক হাঁটু জলে ডুবে রয়েছে ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আদিবাসীদের শিশু শিক্ষা কেন্দ্র। যার জেরে গত সাত দিন ধরে বন্ধ রয়েছে পঠনপাঠন। অভিযোগ,পঞ্চায়েতকে জানালেও জল নিকাশির কোনও ব্যবস্থা করা হয়নি। 

বর্তমানে এই স্কুলে গ্রামের ২১ জন শিশু পড়াশোনা করে। জল জমলেও নিয়মিত স্কুলে আসছেন  শিক্ষিকা ও মিড ডে মিলের কর্মীরা। কিন্তু পড়ুয়ারা আসতে পারছে না। কিন্তু হঠাৎ করে কেন স্কুল চত্বরে হাঁটু সমান জল জমল?  স্থানীয়দের অভিযোগ, আগে স্কুল চত্বরের বৃষ্টির জল পার্শ্ববর্তী নিচু জমি দিয়ে নিকাশ হত। সম্প্রতি সেই নিচু জমি ভরাট করে উঁচু করে দেন জমির মালিক। আর তাতেই স্কুলের জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যায়। 

সপ্তাহ খানেক আগে থেকে বৃষ্টি শুরু হলে জল নিকাশির অভাবে তা জমতে থাকে স্কুল চত্বরে। ধীরে ধীরে সেই জল হাঁটু সমান উচ্চতায় উঠে যায়। অগত্যা বন্ধ হয়ে যায় স্কুলের পঠন পাঠন। জল থইথই স্কুলে পড়ুয়ারা না আসায় বন্ধ হয়ে যায় মিড ডে মিলের রান্নাও।

আরও পড়ুন - একরাতের বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার ইন্দাসের দুটি গ্রাম, অসন্তোষ গ্রামবাসীদের মধ্যে

সমস্যার কথা জানিয়ে পদক্ষেপের দাবীতে স্থানীয় আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন শিক্ষিকা ও স্থানীয় অভিভাবকরা। অভিযোগ, পঞ্চায়েত এই ব্যাপারে কোনও ব্যবস্থাই নেয়নি। 

Bankura

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর