কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্র সব্জির দাম আগুন। মঙ্গলবারই দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো বুধবার থেকে কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারগুলিতে হানা দেয় টাস্ক ফোর্স টিম। আর তারপর থেকেই দাম কিছুটা নিয়ন্ত্রণে। এমনটাই দাবি করেছেন ক্রেতারা। এমনকি, বিক্রেতাদের একাংশও জানিয়েছেন টাস্ক ফোর্সের হানা দেওয়ার জেরে টমেটো সহ বিভিন্ন সবজির দাম অনেকটা কমেছে।
সাধারণ মানুষকে সুবিধা দিতে বেশ কিছু জেলায় সরকারি স্টল খোলা হয়েছে। বাজার মূল্য থেকে বেশ কিছুটা কম দামে মিলছে সবজি। যদিও কলকাতার দুটি বাজারের ক্রেতারা অভিযোগ তুলেছেন, টাস্ক ফোর্সের সদস্যরা চলে যাওয়ার পর ফের বেড়ে যাচ্ছে আনাজের দাম।
মঙ্গলবার নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ১০ দিনের মধ্যে বাজারের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। এর পরেই সক্রিয় হয় টাস্ক ফোর্স। কলকাতার একাধিক বাজারে হানা দেয় তারা। এছাড়াও জেলাতেও একাধিক বাজারের দাম খতিয়ে দেখে দাম নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ করেন।
বুধবার হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের একাধিক বাজারে হানা দিয়েছিলেন আধিকারিকরা। তারপরেই সবজির দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ক্রেতারা। বর্ধমানের কিছু সবজি বিক্রেতা জানিয়েছেন, বেগুনের দাম কিলো প্রতি ২০ টাকা, পটল ও ঢেড়সের দাম কিলোপ্রতি ১০ টাকা করে কমেছে। পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত কাঁচা লঙ্কার দাম প্রতি কিলোতে ২০০ টাকা করে বিক্রি হলেও বৃহস্পতিবার তা বিক্রি হয়েছে ১৮০ টাকা কিলোতে।