কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। এমনকি, তাঁর পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানও হয়েছিলেন। নবান্নে সাংবাদিক বৈঠকে এবার বিনীত গোয়েল প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন গত ৭ দিন আগে, পদত্যাগ করতে চেয়েছিলেন বিনীত গোয়েল।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "পুলিশ দেখবে না আইনশৃঙ্খলা? ভাগ্যিস পুলিশ এই কদিন সামলেছে। মার খেয়েছে। নিজেদের রক্ত দিয়েছে। কিন্তু কারোর রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্য়াপ্রিসিয়েট করি। আপনাদেরও বোঝা উচিত, পুলিশ কিন্তু আপনাদের সারাক্ষণ পাহাড়া দেয়। তারাও কিন্তু মানবিক জীব। তাদেরও সংসার আছে। তাদেরও পরিবার আছে। তাদেরকে উদ্দেশ্য করে যা তা কথা বলা হচ্ছে। একবারও কি ভাববেন না? আপনাদের পরিবারকে নিয়ে কেউ যদি এরকম কিছু বলে তাহলে কী হবে?"
এরপরেই বিনীত গোয়েল প্রসঙ্গে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে পদত্যাগ করার জন্য। গত সাতদিনে। সামনে পুজো। আপনারা এবার আমায় বলুন আইন শৃঙ্খলা তো জানতে হবে যে থাকবে।"
এদিকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তাঁর বিরুদ্ধে টাকার প্রলোভনের যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভুল। সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ৯ অগাস্টের ঘটনা বর্ণনা দেন। তারপরেই তিনি অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে যে টাকার প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। রেসিডেন্ট ডাক্তারদের দাবি ছিল ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এবং এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল।