শুক্রবার ভার্চুয়ালি বহুপ্রতীক্ষিত বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটের যে যে স্টপেজে ট্রেনটিকে স্বাগত জানানোর কথা, প্রত্যাশামতোই তা সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট এলাকার রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ।
রাজ্যের প্রথম বুলেট ট্রেনকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল ডানকুনিও। ঢাকের বাজনা, পুষ্প বৃষ্টিতে অভ্যর্থনা জানানো হল বন্দে ভারত এক্সপ্রেসকে। এই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গোটা ডানকুনি স্টেশন। ট্রেনের যাত্রীদের খাবার দেওয়া হয় কেটারিং সংস্থার পক্ষ থেকে। IRCTC -র পক্ষ থেকে যাত্রীদের সাচ্ছন্দ্য দেখার জন্য ট্রেনে রয়েছেন মহিলা কর্মীরা। যাত্রীরা যাতে কোনও অসুবিধার মধ্যে না পড়েন এবং তাঁদের খাবারদাবারের যাতে কোনও অসুবিধা না হয় সেটাই দেখাশোনা করছেন তাঁরা।
প্রায় দশ মিনিট স্টেশনে থাকার পর ট্রেনটি কামারকুন্ডু স্টেশনে পৌঁছয়। সেখান থেকে ফের নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেয়।
অন্যদিকে, ভারতের বিকাশের জন্য ভারতীয় রেলের বিকাশ অত্যন্ত প্রয়োজন। রেলকে অত্যাধুনিক করতে তাই ভারত সরকার বদ্ধপরিকর। বন্দে ভারত, তেজস, ভিস্টাডোম আরও বাড়ছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।