ভাইফোঁটায় বাংলার বাজার আগুন! শাক-সবজি, মাছ-মাংস, মিষ্টি সবই অগ্নিমূল্য। তবে বিশেষ মাছে হাত ছোঁয়ানোই দায়৷
ভাইফোঁটায় সবচেয়ে বেশি চাহিদা থাকে বাংলাদেশের ইলিশের। কিন্তু তার তো জোগান কম। ফলে ইলিশের দাম আকাশছোঁয়া। একটু বড় সাইজের ইলিশ না হলে কি আর ভাইয়ের পাতে দিতে মন চায়? সেই রকম ইলিশ অন্তত ১৫০০ থেকে ২০০০ টাকা
অন্য মাছেরও দাম যথেষ্ট। চিতল মাছ কেজিতে ৫৫০-৬০০ টাকার নিচে নেই৷ ভালো গলদা চিংড়ি ৭০০-৮০০ টাকা কেজি। গোটা কাতলা ৩৭০ টাকা, কাটা হলে ৪০০ টাকা কেজি। রুইমাছ ২৫০ টাকা। পমফ্রেট ৩৫০-৪০০ টাকা।
খাসির মাংসের দাম কোথাও কোথসও ৯০০ ছুঁয়েছে। খানিকটা কম মুরগীর দাম। দেশী মুরগী ৩৫০ টাকা কেজি, তা বাদে অন্য মুরগী ১৬০-১৭০ টাকা।