সোমবার থেকে কলকাতায় (Kolkata) শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ (Vaccination) । কোভ্যাক্সিন সেন্টারগুলিতেই মিলবে কোর্বেভ্যাক্স (Corbevax)। শনিবার, এমনই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । ৩৭টি পুর স্বাস্থ্য কেন্দ্র ও চেতলা গার্লস হাইস্কুলে টিকাকরণ প্রক্রিয়া চলবে । পরবর্তী পর্যায়ে কোনও স্কুল আগ্রহ প্রকাশ করলে, সেখানেও টিকাকরণ হতে পারে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ।
কোভ্যাক্সিন সেন্টার (Covaxin Centre) থেকে কোর্বেভ্যাক্স দেওয়ার বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, কোভ্যাক্সিন দেওয়া এখন কয়েকদিনের জন্য বন্ধ থাকবে । কোভ্যাকসিনের দুটো ডোজের মেয়াদ ২৮ দিন । সেক্ষেত্রে অধিকাংশেরই টিকা নেওয়া হয়ে গিয়েছে । এখন তেমন কেউ আসছে না । তাই এই সেন্টারগুলোতে কোর্বেভ্যাক্স দেওয়া হবে ।
আরও পড়ুন, Covid 19: আবার বিশ্বে দাপট দেখাচ্ছে করোনা, কোভিড নিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
গত বুধবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ প্রক্রিয়া । কিন্তু, প্রস্তুতি না থাকায় এ রাজ্যে টিকাকরণ চালু করা যায়নি । এবার সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে । ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরসভা পুরো প্রস্তুত রয়েছে । সোমবার থেকেই টিকাকরণ চালু হবে ।