Shuvam Chatterjee At Mount Elbrus : ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করলেন উত্তরপাড়ার ছেলে শুভম

Updated : Jul 16, 2024 17:17
|
Editorji News Desk

মাধ্যমিক পাস করার পর প্রথম ট্রেক করেছিলেন। তারপর থেকেই পাহাড়ের প্রেমে পড়েছিলেন। এরপর একের পর পর শৃঙ্গ জয় করেছেন। এবার প্রথম ভারতীয় হিসেবে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস  (৫৬৪২মিটার) জয় করলেন বাংলার ছেলে শুভম চট্টোপাধ্যায়। শুধু এই শৃঙ্গ জয় নয়, শুভম এই আগ্নেয় পর্বতশৃঙ্গের শিখরে দুর্গমতম উত্তর দিক দিয়ে আরোহণ করে সেই দিক থেকেই সমতলে নেমে এসে এই নজির গড়েছেন। এবার তাঁর লক্ষ্য ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। 

গত ১ জুলাই রাশিয়া এবং ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে রওনা দিয়েছিলেন হিন্দমটোরের বাসিন্দা শুভম চট্টোপাধ্যায়। তারপর ৯ দিনের কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল এই তরুণ পর্বতারোহীকে। একদিকে ছিল তুষার ঝড় আর অন্যদিকে ছিল পাহাড়ি বরফের গর্ত।  এই দুর্গম শৃঙ্গে উঠতে গিয়ে তাঁকে মুখোমুখি হতে হয়েছিল পাহাড়ি ফ্রস্টবাইটের। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর মুখের চামড়া। কিন্তু কোনও কিছুতেই হার মানেননি শুভম। টানা ১৮ ঘন্টা পর্বতারোহণের পর অবশেষে ওই শৃঙ্গ জয় করে সেখানে ভারতের পতাকা উত্তোলন করেছেন তিনি। 

শুভমের কথায়, এই শৃঙ্গ জয় করতে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা। কারণ শেরপারা সকলেই রাশিয়ান ছিলেন। কিন্তু এসব কখনই পর্বতারোহণে বাধা হতে পারে না বলেই মনে করেন শুভম। আর সেই কারণেই সকলে মিলে এই দুর্গম শৃঙ্গ জয় করতে পেরেছেন। 

এর আগে ২০২৩ সালে ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ এই মাউন্ট এলব্রুস জয় করেছিলেন আউশগ্রামের অমরপুরের বাসিন্দা ফাল্গুনী দে। এই শৃঙ্গের শিখরে তিনি দেশের জাতীয় পতাকা তুলে রবীন্দ্র সঙ্গীত গেয়েছিলেন। কিন্তু তিনি উত্তর দিক দিক থেকে এই শৃঙ্গে উঠলেও সমতলে নেমেছিলেন দক্ষিণ দিক থেকে। কিন্তু উত্তরপাড়ার শুভম পাহাড়ের দুর্গম দিক উত্তর দিক থেকে উঠে উত্তর দিক থেকেই নেমেছেন। 

Mountaineers

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর