করুণাময়ীতে রাতভর খোলা আকাশের নীচে অনশন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের। বিক্ষোভস্থলে একটিও বায়ো টয়েলেটের ব্যবস্থা রাখেনি প্রশাসন, দাবি অনশনরতদের। অসুস্থ হয়ে পড়লেন একাধিক বিক্ষোভকারী। শুক্রবার সকালেই হাসপাতালে নিয়ে যাওয়া হল দুই চাকরিপ্রার্থীকে।
অনশনের সিদ্ধান্ত থেকে পিছু হটতে রাজি নন চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, রাজ্য সরকারের তরফে সাড়া না মেলা পর্যন্ত অনশন জারি রাখবেন তাঁরা। আপডেটেড ভ্যাকেন্সি বা বর্ধিত শূন্যপদে নিয়োগ করার দাবি নিয়ে ৫২৭ দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বিক্ষোভ করছেন তাঁরা। তবে কোনও সুরাহা না হওয়ায় এবার বিক্ষোভের স্থান পরিবর্তন করেছেন।
Mohammed Shami: বিশ্বকাপ ফাইনালে লজ্জাজনক হার! কাদের দায়ী করলেন মহম্মদ শামি?
সল্টলেক করুণাময়ীতে একটি বায়োটয়লেটের ব্যবস্থা রাখা হোক, এই দাবি করা হয়েছিল অনশনরত মহিলা চাকরিপ্রার্থীদের তরফে। একাধিকবার বলা সত্ত্বেও প্রশাসন তাতে কান দেয়নি, অভিযোগ এমনটাই।