সারা বাংলা জুড়ে গ্রীষ্মের আমেজ, কিন্তু এই অসময়ে আচমকা তুষারপাত (Snowfall) সান্দাকফুতে। হঠাৎ এই বরফপাত পেয়ে বেজায় খুশি পর্যটকেরা। চারিদিক ঢাকা ঘন কুয়াশায়। শিলাবৃষ্টিও পেয়েছেন পর্যটকেরা। পাশাপাশি, রবিবার ভোর থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। বরফপাতের জন্য গাড়ি চলাচলেও সমস্যা হয়েছে। আলো জ্বালিয়ে রাস্তায় চলছে গাড়ি।
Dostojee : আমেরিকার বিখ্যাত টাইমস স্কোয়্যারে 'দোস্তজি'-র পোস্টার, আবেগে ভাসলেন প্রসূন
শুধু সান্দাকফু নয়, দার্জিলিং এর বিস্তীর্ন এলাকাই তুষারে ঢেকেছে। বাড়ি গাড়ি রাস্তা সব ঢেকে গিয়েছে বরফে। গোটা শীতকাল তুষারপাতের আশায় বসেছিল পর্যটকরা, কিন্তু চরম ঠান্ডাতেও সেই আশা মেটেনি। অবশেষে গ্রীষ্মের শুরুতেই বরফ পেলেন পর্যটকরা। পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির কারণে উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। যেন ফের ফিরে এসেছে শীতের আমেজ।