লিঙ্গসাম্যে নতুন পথ দেখাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পুরুষ বা মহিলা শুধু নয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খুলে দেওয়া হল UNISEX টয়লেট। জেন্ডার নিউট্রাল এই টয়লেট ব্যবহার করতে পারবেন মহিলা, পুরুষ, রূপান্তরকামী যেকোনও লিঙ্গেরই পড়ুয়ারা। ইতিমধ্যেই ইংরেজি বিভাগে একটি, এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একটি UNISEX টয়লেট চালু হয়েছে। কর্তৃপক্ষের দাবি, গোটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগেই পরবর্তীতে এই টয়লেট গড়ে তোলা হবে।
Bankura Blast: বাঁকুড়ার বড়জোড়ায় কারখানায় বিস্ফোরণ, ধাতব তরলে ঝলসে মৃত ২
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়া থেকে শিক্ষকরা। মহিলা পুরুষদের জন্য শৌচালয় ছিলই। সমকামী, রূপান্তরকামী পড়ুয়াদের দাবি ছিল তাঁরা কোন টয়লেট ব্যবহার করবেন। এবার তাঁদের স্বার্থেই রাজ্যের এই ৫ তারা বিশ্ববিদ্যালয়ে খুলে গেল লিঙ্গ নিরপেক্ষ টয়লেট।