তা-ও আবার সরস্বতী পুজোর দিনে। কী বলছেন মশাই ? এই খবর জানলে লালমোহন বাবু হয়তো এই প্রশ্নটাই করতেন। কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব। এমনটাই হচ্ছে পুরুলিয়ায়। প্রত্যেক সরস্বতী পুজোতেই জেলার ঝালদা শহরের নমোপাড়ায় পূজিত হন বিশ্বকর্মা। স্থানীয় সূত্রধর সমিতি এর উদ্যোক্তা।
পুজোর এক উদ্যোক্তা জানিয়েছেন, বহু বছর ধরে এই পুজোর রেওয়াজ রয়েছে। প্রতি বছরের মাঘ মাসের পঞ্চমীর দিন নিয়ম করে বিশ্বকর্মার এই পুজো করেন। কেন হয় এই পুজো ? কারণ, পুজোর আগে এই অঞ্চলের অধিকাংশ মানুষই ব্যস্ত থাকেন দুর্গা প্রতিমা তৈরি করার কাজে।
তাই ভাদ্র মাসে আসল বিশ্বকর্মা পুজোর সময়, তাঁদের হাতে সময় নষ্ট করার সুযোগ থাকে না। তাই এই অঞ্চলের বাসিন্দারা বিশ্বকর্মাকে পুজো করার জন্য মাঘ মাসের পঞ্চমীকেই বেছে নিয়েছিলেন। আর সেই থেকে এখনও এই রীতি মেনেই পুজো করে সূত্রধর সমিতি।
নিজেদের স্থায়ী মণ্ডপেই হল পুজো। সকাল থেকেই ভিড় ছিল। পুজোকে কেন্দ্র করে ছোট ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।