রাজ্যের কাছে আবাস যোজনায় (Abas Yojona) বরাদ্দ টাকার হিসেব চাইল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। নবান্নকে (Nabanna) ৪৯৩ পাতার চিঠি পাঠিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক। তাতে বলা হয়েছে, কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দিলে তবেই পরবর্তী টাকা বরাদ্দ করা হবে।
আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের ১১ লক্ষ ৩৬টি পরিবারকে বাড়ি বানানোর জন্য ৮২০০ কোটি টাকা অনুমোদন করে কেন্দ্র। গত নভেম্বর মাসে এই টাকা অনুমোদন করা হয়। এর সঙ্গে রাজ্যের দেওয়ার কথা আরও সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। ৩১ মার্চের মধ্যে উপভোক্তাদের ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল দিল্লি।
আরও পড়ুন- সাগরে শুরু পূণ্যস্নান, কুয়াশার জেরে বন্ধ ভেসেল-বাস, বিপাকে পূণ্যার্থীরা
কিন্তু এর মধ্যেই বিজেপির সাংসদরা মন্ত্রককে চিঠি দিয়ে জানায়, আগের আবাস যোজনার টাকার হিসেব চাওয়া হোক। সেই মতোই এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আবাস যোজনার হিসেব চাইল রাজ্যের কাছে।