কৃষি ভবনে দেড় ঘণ্টা অপেক্ষা করেও মন্ত্রীর দেখা পেলেন না অভিষেকরা (Abhishek Banerjee) । এদিন, যন্তর মন্তর থেকে কাঁধে চিঠির বোঝা নিয়ে যথামসয়েই কৃষি ভবনে পৌঁছেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল । তাঁদের সঙ্গে দেখা করার কথা ছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী প্রজ্ঞা নিরঞ্জনের । কিন্তু, তৃণমূল প্রতিনিধি দলের অভিযোগ, দেড় ঘণ্টা অপেক্ষা করানোর পর এখন মন্ত্রী জানিয়েছেন, তিনি দেখা করতে পারবেন না । এদিকে, তৃণমূলের তরফে জানানো হয়েছে, মন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা কোথাও যাবেন না ।
সন্ধে ৬টা নাগাদ কৃষি দফতরে পৌঁছে যায় তৃণমূলের প্রতিনিধি দল । কিন্তু, রাত ৮টা বেজে গেলেও দেখা মেলেনি মন্ত্রীর । প্রথমে তৃণমূলের সাংসদরা অভিযোগ তোলেন, সময় দিয়েও দেখা করছেন না মন্ত্রী । কখন তিনি দেখা করবেন, কথা বলবেন, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না তাঁদের । এরপরই, নাকি মন্ত্রীর দফতরের কর্মীরা তৃণমূলকে জানান, মন্ত্রী দেখা করতে পারবেন না ।
আরও পড়ুন, Abhishek Banerjee : কৃষি ভবনে ধুন্ধুমার, অভিষেকদের আটক, বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক সাংসদের
এই বিষয়ে অভিষেক জানান, তাঁরা এখানেই বসে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী দেখা করছেন, ততক্ষণ তাঁরা এখান থেকে কোথাও যবেন না ।