রামপুরহাটের (Rampurhat) অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় তদন্তকারী সিবিআই (CBI) অফিসারদের জন্য বরাদ্দ হল কেন্দ্রীয় নিরাপত্তা। এক প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল স্বরাষ্ট্রমন্ত্রক। ওই বাহিনী সিবিআই আধিকারিকদের সঙ্গেই থাকবে সর্বক্ষণ। তাঁরা যখন গ্রামে যাবেন, তখনও সঙ্গে থাকবে বাহিনী।
আরও পড়ুন: West Bengal News: সোম-মঙ্গলের ধর্মঘট রুখতে কড়া নবান্ন, বিজ্ঞাপ্তি জারি করে বাতিল ছুটি
রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে আজ, রবিবার থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই। সিবিআই আধিকারিকরা মৃতদের পরিজন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। এর আগে এফআইআরের কপি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রাজ্য পুলিশ।