অ্যাডিনোর দাপটে উদ্বেগে রাজ্য। ইতিমধ্যে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত রোগ থেকে সাবধানে থাকতে সতর্ক জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)। ইতিমধ্যেই মন্ত্রকের তরফ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের (UT) মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের এই চিঠিতে H1N1, H3N2 এবং অ্য়াডিনো ভাইরাসের উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব ভাইরাসের কবলে পড়ছেন শিশু এবং বয়স্করা। ফলে প্রকোপ বাড়ছে জ্বর-সর্দি-কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগের।
আরও পড়ুন - শিয়ালদহ মেইনের কল্যাণী-নৈহাটি লাইনে ট্রেন চলাচল ব্যহত, যাত্রী ভোগান্তির খবর
এই পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্যের হাসপাতালগুলিতে যথাযথ পরিকাঠামো রয়েছে কি না সেদিকে নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।