বীরভূমে ফের স্টোন ম্যান আতঙ্ক । পাথর দিয়ে মাথা,মুখ থেঁতলে খুনের অভিযোগ । বীরভূমের মহম্মদ বাজার এলাকার ঘটনা । বুধবার সকালে ওই এলাকা থেকেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর, তাঁর মাথা, মুখ ভারী পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে । অক্টোবর মাসের শেষের দিকেই ঠিক একইভাবে এক যুবকের থেঁতলানো দেহ উদ্ধার হয়েছিল সিউড়িতে । তার দুই সপ্তাহ কাটতে না কাটতে ফের একই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বীরভূমে ।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মুরগাবনি এলাকায় যে নতুন দিঘি খনন করা হয়েছে, তার ধারেই পড়েছিল থেঁতলানো দেহটি । স্থানীয়রা প্রথম দেখতে পেয়ে পুলিশ খবর দেয় । তবে, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি । পুলিশের অনুমান ওই ব্যক্তির বয়স ৪০-এর কাছাকাছি । মৃতদেহের পরনে ছিল নীল গেঞ্জি ও জিনসের প্যান্ট । তাঁর মাথার কাছে ছিল ভারী তিনটে পাথর । মাথা, মুখ পুরো থেঁতলানো । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।