বাঁকুড়ায় ডিভোর্সের মামলা চলাকালীন একাধিকবার হামলার মুখে পড়তে হয়েছে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সৌমিত্র খাঁর (Saumitra Khan) বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন সুজাতা মণ্ডল (Sujata Mondal)। যদিও তা অস্বীকার করেছেন বিজেপি সাংসদ।
তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের অভিযোগ, "বাঁকুড়া আদালতে মামলা চলাকালীন একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।" বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানান, "রাজনীতিতে রেলিভেন্ট হতে হয়েছে।"
আরও পড়ুন: ইদ ও অক্ষয় তৃতীয়ার সকাল থেকেই বৃষ্টি শুরু জেলায় জেলায়, কলকাতায় মুখভার আকাশের
বাঁকুড়া আদালতে সৌমিত্র ও সুজাতার বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হয়। এরপরই সুজাতা মণ্ডলের অভিযোগ, বাঁকুড়ায় তাঁকে একাধিকবার হুমকির মুখে পড়তে হয় তাঁকে। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। সৌমিত্রের পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন সুজাতা। যদিও সৌমিত্র খাঁয়ের দাবি, "ও কি কখনও থেকেছে, যে বলবে! পুরোটাই মিথ্যে।" সুজাতার অভিযোগের প্রেক্ষিতেই তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা শিয়ালদা আদালতে স্থানান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট।
একসময় তৃণমূলে সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের জুটি ছিল তৃণমূলের ইউএসপি। লোকসভা নির্বাচনের সময় স্ত্রীর সমর্থনেই জয়ের মুখ দেখেছিলেন তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন সুজাতা মণ্ডল। তারপরই সংসার ভেঙে যায় এই জুটির। সেই দিনই বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর কথা ঘোষণা করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।