যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসছে না UGC-র প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপার্চার্য অমিতাভ দত্ত। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর কাছ থেকে তিনি এবিষয়ে জানতে পেরেছেন।
ছাত্রমৃত্যুর ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ব়্য়াগিং সংক্রান্ত সমস্ত নির্দেশাবলী মানা হচ্ছে কিনা সেবিষয়েও জানতে চেয়েছিল UGC। পাশাপাশি বুধবার বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল UGC প্রতিনিধিদের। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো রিপোর্টে তাঁরা সন্তুষ্ট। সেকারণেই তাঁরা আর আসবেন না বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি জানা গিয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা না এলেও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দফায় দফায় রিপোর্ট পাঠাবে UGC-কে। তাদের তরফে নিয়মিত খোঁজখবর নেওয়া হবে।
এদিকে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনার পর বেশ কিছু নয়া পদক্ষেপ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেইন হস্টেল থেকে সরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন একটি হস্টেলে নিয়ে যাওয়া হয়েছে নতুন ভর্তি হওয়া পড়ুয়াদের। পাশাপাশি একজন করে মেন্টরও নিয়োগ করা হয়েছে। যিনি মূলত পড়ুয়াদের সমস্যাগুলি সমাধানের কাজ করবেন।