বহরমপুরে সোমবার ভর সন্ধ্য়ায় এক কলেজ ছাত্রীকে মেস থেকে ডেকে এনে কুপিয়ে পালাল দুই যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাঁধা দিতে গেলে বন্দুক দেখিয়ে পালিয়ে যায় তারা। জানা গিয়েছে নিহত ছাত্রীর বয়স ২০ বছর। তিনি মালদহের ইংরেজবাজারের বাসিন্দা। বহরমপুর গার্লস কলেজের উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় বর্ষের ওই ছাত্রী। গুরুতর আহত অবস্থায় ওই কলেজছাত্রীকে বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধে বেলায় সূর্য সেন রোডে গোরাবাজারে একটি মেসের সামনে হাজির হয় দুই যুবক। ওই মেসের আবাসিক ছিলেন নিহত ছাত্রী। তাঁকে প্রথমে বাইরে ডাকে দুই যুবক। এরমধ্যে একজন ওই ছাত্রীর উপর অতর্কিতে হামলা চালায়। তার পর বন্দুক উঁচিয়ে রাস্তার পিছনের গলি দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গিয়েছে, রাস্তার উপরেই ছাত্রীকে ছুরি দিয়ে কোপানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তে পুলিশের অনুমান, মেয়েটির সঙ্গে আগে থেকেই যুবকের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিক কারণে তাদের সম্পর্কে বাধা পড়েছিল, সে কারণেই এই হামলা।