বারুইপুরে (Baruipur)পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল দুই মহিলার । মৃতদের নাম শিবানী মণ্ডল ও মুর্শিদা ঢালি । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার রামনগর(Ramnagar) এলাকায় ।
রামনগর এলাকার বাসিন্দা শিবানী । জানা গিয়েছে, এদিন সকালে ওষুধ কারখানায় কাজে যাচ্ছিলেন তিনি । সঙ্গে ছিল মুর্শিদা ঢালি নামে আরেক মহিলা । প্রতিদিনের মতো তাঁরা সাইকেলে করে কাজে যাচ্ছিলেন । সেই সময় ক্যানিং থেকে বারুইপুরগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাক ধাক্কা মারে তাঁদের । ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবানীর ।
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় মুর্শিদা ঢালিকে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় । কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবে, শেষ রক্ষা হয়নি । কলকাতা যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁরও ।
আরও পড়ুন, Kultoli Royal Bengal Tiger update : হাঁফ ছাড়ল কুলতলি, জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল
ঘটনায় গাড়ির খালাসিকে আটক করা হয়েছে । গাড়ির চালক পলাতক । চালকের খোঁজ শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।