সান্দাকফুতে (Sandakphu Trek) ট্রেক করতে গিয়ে নিখোঁজ অশোকনগরের দুই বাসিন্দা। ট্রেক করার সময়ে গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন দুজন। তারপর থেকেই খোঁজ পাওয়া যায়নি তাঁদের। ১৮ জন পর্যটকের একটি দল থেকেই বিচ্ছিন্ন হয়ে যান তাঁরা। নিখোঁজ দুই যুবকের নাম দীপেশ সাহা (deepesh saha) এবং বাবাই (Babai Dey) দে (Ashoknagar)।
উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা দীপেশ আর বাবাই ১৮ জনের একটি দলের অংশ হয়ে গত ২৪ মে নেপালে গিয়েছিলেন। ফেরার পথে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন সকলে। রবিবার সকালেই দীপেশ তাঁর স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন, সান্দাকফুর পাহাড়ি জঙ্গলে তাঁরা পথ হারিয়ে ফেলেছেন। তাঁদের সঙ্গে খাবার, জল সব ফুরিয়ে এসেছে বলেও জানিয়েছিলেন দীপেশ।
এক সপ্তাহেই বঙ্গে বর্ষা? স্বস্তির আভাস মিলছে বিশেষজ্ঞদের অনুমানে
কালীপক্ষীতে পাহাড়-ঝর্ণার কাছাকাছি তাঁরা দুজন বসে রয়েছেন, সেখান থেকে তাঁদের যেন উদ্ধার করা হয়, শেষবার যোগাযোগের সময় স্ত্রীকে এমনটাই জানিয়েছিলেন দীপেশ।
সেই খবর পেয়েই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে যোগাযোগ করেন দীপেশের স্ত্রী (Sandakphu Trek)। দুই যুবককে উদ্ধারের জন্য জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেছেন বিধায়ক। যত দ্রুত সম্ভব দীপেশ আর বাবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।