ব্যালট বক্স পাহারা দিতে গিয়ে প্রাণ হারালেন দুই নির্দল কর্মী । পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সবুর শেখ এবং রহমত শেখের । বীরভূমের পাইকর থানার কাশিমনগর গ্রামের কাছে ঘটনাটি ঘটে ।
মুরারই বিধানসভার মিত্রপুর গ্রামে চলছিল ভোট । পুলিশ সূত্রে খবর, ভোট মিটতেই গাড়িতে করে ব্যালট বক্স নিয়ে রওনা দেন ভোটকর্মীরা । ব্যালট বক্স যাতে কেউ ছিনতাই বা চুরি করতে না পারে, তা পাহারা দেওয়ার জন্যই ওই গাড়ির পিছনেই বাইক নিয়ে যাচ্ছিলেন দুই নির্দল কর্মী । হঠাৎ বাইকে গাড়ির ধাক্কা । ছিটকে পড়েন দু'জনে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।
দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ ।