বিকানের-গুয়াহাটি ট্রেন দুর্ঘটনায় (Bikaner Express Train Accident) আহত যাত্রীদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এলেন রাজস্থান সরকারের (Rajasthan Govt) দুই মন্ত্রী ভ্রমরসিং ভাটি ও গোবিন্দরাম মেঘওয়াল। রাজ্যের দুই আহত যাত্রীর পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাঁরা। এদিন দুর্ঘটনার রিপোর্ট পাঠাবেন রাজস্থানের মুখ্যমন্ত্রীকে। রিপোর্ট পাওয়ার পরই আহত ও নিহতদের ক্ষতিপূরণ ঘোষণা করবে রাজস্থান সরকার।
বিকানের-গুয়াহাটি ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন রাজস্থানের দুই যাত্রী। জানা গিয়েছে তাঁরা রাজস্থানের নাগরের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। কথা হয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও। মন্ত্রী ভ্রমরসিং ভাটি জানান, রাজস্থানের দুই বাসিন্দা বর্তমানে কেমন আছেন, তা দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসেছেন তাঁরা। স্থানীয় প্রশাসনের কাজ নিয়ে খুশি দুই মন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে জলপাইগুড়ির ঘটনাস্থলেও যান দুই মন্ত্রী। কথা বলেন রেলের আধিকারিকদের সঙ্গেও।
আরও পড়ুন: ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮, ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী
আরও দু-তিনজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের সঙ্গেও দেখা করবেন রাজস্থানের দুই মন্ত্রী। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাবেন। তারপরই আহত ও নিহতদের ক্ষতিপূরণ ঘোষণা করবে রাজস্থান সরকার।