মালদহের (Malda crime) মানিকচকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল দু’জনের। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে মানিকচকের গোপালপুরে এক আমবাগানে বসে দুষ্কৃতীরা বোমা বাঁধছিল। তখনই জোরালো শব্দে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন আমবাগানে কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
TET Scam:৪৩ হাজার শিক্ষকের নথি সিবিআইকে জমা দিল পর্ষদ
খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। তাদের নাম ফারজান আলি ও সফিকুল ইসলাম। দু’জনেই গোপালপুরের বাসিন্দা। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।
চলতি মাসে মুর্শিদাবাদের ডোমকলেও (Domkal) বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের। তার নাম সিরাজুল শেখ। তাঁর সঙ্গী নাজমুল শেখের হাত উড়ে যায়। গত জানুয়ারিতে বেলডাঙাতেও একই ঘটনা ঘটে।