প্রবল তাপপ্রবাহে রাজ্যের ২ জনের মৃত্যু। সানস্ট্রোকে প্রাণ হারিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার এক বৃদ্ধা। জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম মালতী সোরেন। বয়স ৬০ বছরের বেশি। বালুরঘাটের বাদবঙ্গি এলাকায় বাড়ি। রোদ থেকে ফিরে জল খেয়ে ফেলেছিলেন ওই বৃদ্ধা। এরপরই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
এদিকে হাওড়া-দিঘা বাসস্ট্যান্ডের কাছে মৃত্যু হয়েছে আরও এক বৃদ্ধের। তাঁর না যদিও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, বাসস্ট্যান্ডে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে মৃত্যু খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।