জেলায় বন্যা দেখতে গিয়ে বিপত্তি। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রাজ্যের দুই সাংসদ-সহ বেশ কয়েক জন। বুধবার এই ঘটনা ঘটেছে বীরভূমের লাভপুরে। গত কয়েকদিনের বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার ফলে জেলার বেশ কিছু এলাকা এখন প্লাবিত। স্পিডবোটে করে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূলের দুই সাংসদ অসিত মাল এবং সামিরুল ইসলাম। ওই দলেই ছিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত সিনহা।
তিন জনপ্রতিনিধিদের সঙ্গেই ছিলেন জেলার পদস্থ কর্তারা। তাঁদের কোনও ভাবে উদ্ধার করা হয়েছে। প্রায় পাঁজা কোলা করে উদ্ধার করা হয়েছে তৃণমূল সাংসদ অসিত মালকে। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা জানিয়েছে, বিভিন্ন গ্রামে পরিস্থিতি দেখছিলেন তাঁরা। হঠাৎ করেই ঘূর্ণি মধ্যে পড়ে যান তাঁরা। আর তখনই উলটে যায় স্পিডবোট।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ জনকে উদ্ধার কাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুই সাংসদ ও এক বিধায়ক ছাড়াও উদ্ধার করা হয়েছে, বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে। গত কয়েকদিন ধরেই জল বাড়ছে বীরভূমের বিভিন্ন গ্রামে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই এদিন ঘুরছিলেন ঘটনাস্থলে গিয়েছেন তাঁরা।