নবান্ন অভিযানে ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর উপর হামলার অভিযোগে গ্রেফতার আরও এক । ধৃতের নাম জিতেন । কোন্ননগর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে । উল্লেখ্য, বৃহস্পতিবারই এই ঘটনায় এক মহিলা-সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছিল । তারপর পুলিশের জালে আরও এক অভিযুক্ত । সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হল ।
নবান্ন অভিযানে দেবাশিসের উপর হামলা
নবান্ন অভিযানের সময় স্ট্র্যান্ড রোডের কাছে কর্তব্যরত অবস্থায় ছিলেন দেবাশিস । পুলিশের গাড়িতেই ছিলেন । হঠাৎ তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয় । একটি ইট তাঁর বা চোখে লাগে । ঝরঝর করে রক্ত পড়তে শুরু করে চোখ থেকে । তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ।
কেমন আছেন দেবাশিস ?
জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি করার পর চার ঘণ্টা ধরে তাঁর চোখের অস্ত্রোপচারও করা হয় । কিন্তু, চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর বাঁ চোখের দৃষ্টি একেবারে নষ্ট হয়ে যেতে পারে । উল্লেখ্য, বৃহস্পতিবারই দেবাশিসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। দেবাশিসকে তাঁর কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন মুখ্যসচিব । তিনি জানিয়েছেন, দেবাশিসের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার । এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে দেবাশিসের পরিবারকেও আশ্বস্ত করা হয়েছে । জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য দেবাশিসকে হায়দরাবাদে পাঠানো হতে পারে । সেই খরচও রাজ্য সরকারই দেবে বলে খবর ।
পুলিশের প্রতিবাদ
দেবাশিসের উপর হামলার ঘটনার পর প্রোফাইল ফটো বদলে ফেলেছেন পুলিশরা । সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে দেবাশিসের রক্তাক্ত চোখের ছবি । দেবাশিসের জন্য বিচারের দাবিতে সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় ডিপি করেছেন বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকরা ।