আকাশ থেকে বাড়ির মধ্যে এসে পড়ল একটি ধাতব গোলক। তার জেরে ভেঙে পড়ল ওই বাড়ির একটি অংশ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের জামুড়িয়া থানার ইকরা এবং যদুডাঙায়। গ্রামবাসীদের দাবি, কোনও উল্কাপিন্ড ওই বাড়িতে পড়েছে। যদিও পুলিশের অনুমাণ, স্থানীয় কোনও কারখানা থেকে মেশিনের যন্ত্রাংশ খুলে দ্রুতগতিতে এসে বাড়ির উপরে পড়ে তৈরি হয়েছে বিপত্তি।
ইকরা গ্রামের বাসিন্দাদের একাংশের দাবি, সকাল ৯টা নাগাদ হঠাৎ একটি বাড়িতে গোলাকার একটি বস্তু পড়ে। তার জেরে বাড়ির একাংশ ভেঙে যায়। এবং মাটির ভিতরে ঢুকে যায়। এবং অন্য একটি ধাতব বস্তু মাগারাম বাদ্যকর নামে এক ব্যক্তির বাড়িতে পড়ে। ঘটনায় একজন আহত-ও হয়েছে।
গ্রামবাসীরা প্রথমে পুরো বিষয়টিকে মহাজাগতিক বলে দাবি করলেও পুলিশের তরফে সেই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, স্থানীয় একটি কারখানার ওই ধাতব গোলকগুলি ঘুরছিল। হঠাৎ সেগুলি বেরিয়ে কোনওভাবে যন্ত্র থেকে খুলে বেরিয়ে আসে।