প্রসাদ খেয়ে সুন্দরবনের বসিরহাট মহকুমা অঞ্চলে অসুস্থ প্রায় দুই শতাধিক। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের ঘুমটি গ্রামের প্রসাদ খেয়ে বিষক্রিয়া হয়ে যায় বলে অভিযোগ। প্রসাদ খাওয়ার পর ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
যোগেশগঞ্জ ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় প্রায় ৭০ জনকে, তারমধ্যে এখনও চিকিৎসাধীন প্রায় ৩০ জন। বেশিরভাগ রোগীরই পেট খারাপ, পেট ব্যথা, জ্বর, বমির মতো উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, এখন সকলের অবস্থাই স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসার জন্য গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
Calcutta High court: হাইকোর্টে ধাক্কা রাজ্যের, পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে CBI তদন্তের নির্দেশ বহাল
অসুস্থদের দাবি, বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর সিন্নি প্রসাদ খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এরমধ্যে ছেড়েও দেওয়া হয়েছে অনেককেই।