বাজছে সানাই । আলোয় ঝলমল করছে বিয়ের আসর । অতিথি সমাগমে জমজমাট বিয়েবাড়ি । বাইরে সংবাদমাধ্যমের ভিড় । না, কোনও তারকার বিয়ে নয় । তবে, এ বিয়ে আর পাঁচটা সাধারণ বিয়ের মতোও নয় । কারণ, পাত্র-পাত্রী দু'জনেই এইচআইভি পজিটিভ । অনেক বাধা পেরিয়ে প্রেমের সপ্তাহে মালাবদল করলেন দু'জনে (HIV positive patients marriage) । আর তাঁদের স্বপ্নপূরণে সাহায্য করলেন সোনারপুরের (Sonarpur) এক স্বেচ্ছাসেবী সংস্থা।
পাত্র উত্তর ২৪ পরগনার। পাত্রী দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের । কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে দু'জনের আলাপ । সামান্য কথাবার্তা হতে হতে গাঢ় হয় বন্ধুত্ব । ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় গভীর প্রেমে । শেষমেশ সেই প্রেম পূর্ণতা পেল । রবিবার সন্ধ্যায় সোনারপুরে বসে বিয়ের আসর । বিয়ের কার্ড ছাপানো থেকে অতিথি আপ্যায়ন... সব আয়োজন করেছিলেন হোমের কর্তারা । মহিলা পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণে একসঙ্গে পথ চলার অঙ্গীকারবদ্ধ হয়ে নতুন পথ চলা শুরু করলেন দু'জনে ।
আরও পড়ুন, UP Viral Video: পনির চাওয়াই কাল হল, হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বর-কনের আত্মীয়রা, চাঞ্চল্য উত্তরপ্রদেশে
তিন বছর বয়সে বাবা-মাকে হারিয়ে দক্ষিণ ২৪ পরগণার মেয়েটির ঠাঁই হয়েছিল গোবিন্দপুরের একটি হোমে । সেখানে থেকেই পড়াশোনা করেছেন । এইচআইভি-র চিকিৎসার জন্য তাঁকে প্রায় নিয়মিত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসতে হত । অন্যদিকে, ছোটবেলায় বিড়ালের কামড়ের ইনজেকশন নিতে গিয়ে সিরিঞ্জ থেকে এইচআইভি-তে আক্রান্ত হন উত্তর ২৪ পরগনার যুবক । দু'জনের কেউই ভাবেননি তাঁদের জীবনেও স্বপ্নপূরণের দিনটা কোনওদিন আসবে । আগামীদিনে, HIV পজিটিভদের নিয়ে কাজ করতে চান ওই যুবক । সকলের স্বপ্নপূরণের সুযোগ করে দিতে চান ।