কলকাতা বিমানবন্দরে বাঘ । তাও আবার একটা নয়, দু দু'টো । শুনলেই আঁতকে উঠছেন ? জানেন, সুদূর সাইবেরিয়া থেকে বিমানে করেই কলকাতা এসেছে তারা । শুধু তাই নয়, এ রাজ্যেরই বাসিন্দা হতে চলেছে বাঘ দু'টি । ভাবছেন, ব্যাপারখানা কী? বিষয়টা খোলসা করেই বলা যাক ।
জানা গিয়েছে, সম্প্রতি এমিরেটস-এর বিমানে কাঠের বাক্স করে কলকাতা আনা হয় ওই একজোড়া সাইবেরিয়ান বাঘ । মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই বাঘ দু'টিকে ভারতে নিয়ে আসা হয়েছে । এবার থেকে তাদের ঠিকানা দার্জিলিংয়ের চিড়িয়াখানা । রবিবার ওই বাঘ দু'টিকে কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে অ্যানিমেল অ্যাম্বুলেন্সে করে দার্জিলিঙে নিয়ে যাওয়া হয়েছে । বাঘ দু'টির মধ্যে একজন মহিলা আর একজন পুরুষ ।
ভারতে যেমন সাইবেরিয়ান বাঘকে নিয়ে আসা হয়েছে, পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াতে । তাই, সাইবেরিয়ান বাঘ দেখার ইচ্ছে থাকলে যেতে হবে দার্জিলিং ।