টুসু, ভাদু, ঝুমুরের মতো লোক উৎসবের জন্য বিখ্যাত পুরুলিয়া। ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু তবুও আক্ষেপ সুর বিক্রেতাদের গলায়। কারণ আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য হারাচ্ছে পুরুলিয়া। টুসু পরব দোরগোড়ায় থাকলেও চৌডল কেনার ভিড় নেই।
আরও পড়ুন - ফের কোভিড? কাদের কাদের মাস্ক পরতে হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
আগে ঝালদার সাপ্তাহিক হাটে এক মাস ধরে জমে উঠত মহিলা ক্রেতাদের ভিড়। কিন্তু এখন তেমন ভিড় নেই। ফলে কপালে ভাঁজ পড়েছে টুসু কমিটিগুলোর। তাঁদের দাবি, আধুনিকতার ছোঁয়ায় মকর পরবের কদর কমছে। মোবাইলে মশগুল হয়েছে যুব সম্প্রদায়ের। হাতে গোনা কয়েকটা টুসু নজরে পড়ছে হাটে।
চৌডল কিনতে আসা টুসু কমিটিগুলো জানায়, এক সময় চৌডল বিক্রি হতো প্রচুর। এখন আর সেরকম বিক্রি হচ্ছে না। হাটে চৌডল নিতে এসে তাঁরা দেখেন হাতে গোনা কয়েকটা চৌডল। মানভূমের সব থেকে বড়ো পরব এই টুসু পরব। এক মাস ধরে চলে গ্রামে গ্রামে টুসুর আরাধনা ও এক মাস পর ধুমধামে মকর সংক্রান্তির দিন টুসু বিসর্জন করা হয়।