পরবের মধ্যেও বিদায়ের সুর টুসু, ভাদু, ঝুমুরের জেলা পুরুলিয়ায় (Purulia)। কারণ মকরের সকালে বিসর্জন দেওয়া হয় শস্যের দেবী টুসুকে (Tusu Festival)।
টুসু উৎসবের সূচনা হয়ে যায় এক মাস আগে থেকে। ঘরে স্থাপন করা হয় ঘট। প্রতিদিন সন্ধ্যেয় ফুল, ভোগ দিয়ে হয় পুজো করা হয়। এরপর মকর সংক্রান্তির আগের রাতে চলে জাগরণ। টুসু গান। পরদিন সকালে অর্থাৎ পৌষালি বিজয়ায় ছোট ছোট রঙিন কাগজের চৌডল টুসুর প্রতিভূ হিসেবে নদীতে ভাসানো হয়। এভাবেই টুসু দেবীর বিসর্জন দেওয়া হয়।
আরও পড়ুন- মকর স্নান সারতে গঙ্গাসাগরে ৪০ লাখ ভক্তসমাগম, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা
বিসর্জনের সকালে পুরুলিয়া জেলার গা ছুঁয়ে যাওয়া সুবর্ণরেখাই বা বুক চিরে বয়ে চলা কংসাবতী, দ্বারকেশ্বর, কুমারী কিংবা শিলাবতী সব নদীতীরেই রং লাগে। ভিড় জমে মানুষজনের। মেতে ওঠেন তাঁরা পরবের আনন্দে।