পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরণ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এবার এগরার বিস্ফোরণের ছবি দেখে রীতিমতো শিউরে উঠলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি ওই বিস্ফোরণের ঘটনার ছবি দেখে বিস্মিত হয়ে মন্তব্য করেন, 'হে ঈশ্বর! এটা কী হয়ে গেছে! মৃতদেহগুলি একেবারে ছিন্নভিন্ন'! এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, বিস্ফোরণের যা ‘ভয়াবহতা’, তাতে বিস্ফোরক আইনে মামলা রুজু করার যথেষ্ট কারণ রয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেছেন সিআইডির সদস্যরা। বুধবারও কলকাতা থেকে গিয়েছে একটি দল। পূর্ব মেদিনীপুরের এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি সরব হয়েছে বিজেপি। মঙ্গলবার ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। টুইট করে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।