তমলুক যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদায়। দুর্ঘটনার জেরে কনভয়ের একটি গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। সেই গাড়িতে অবশ্য শুভেন্দু ছিলেন না। তিনি নিরাপদে রয়েছেন বলে খবর। দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটি আটক করলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে মারিশদা থানা।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরোন শুভেন্দু। তমলুকে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু পথেই ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনার পরেই তদন্তের দাবি তুলেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ দলের একাংশের। বিজেপি নেতারা এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন। শুভেন্দুর কনভয়ের নিরাপত্তায় গাফিলতি ছিল বলেও অভিযোগ পদ্মশিবিরের।
আরও পড়ুন- Doctor arrested in kolkata: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার আরজি করের চিকিৎসক
যদিও বিজেপির ওই অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল শিবির। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ নিছকই কল্পনাপ্রসূত বলেই দাবি রাজ্যের শাসকদলের।