ফের আইনি বিতর্কে জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁকে আইনি নোটিস পাঠালেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। সম্প্রতি রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই ঘটনায় কাকলীও জড়িত বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিস পাঠালেন সাংসদ। প্রতিক্রিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আইনি ভাবেই এই নোটিসের জবাব তিনি দেবেন।
নিজের সোশাল মিডিয়ায় আইনি নোটিস পোস্ট করার পাশাপাশি তৃণমূল সাংসদ দাবি করেছেন, তিনি ও তাঁর পরিবার কোনও দিন অনৈতিক ভাবে অর্থ উপার্জন করেনি। অন্যায়ের সঙ্গেও তাঁরা আপোষ করেন না। কিন্তু যেভাবে তাঁদের সম্পর্কে সংবাদমাধ্যমে কুৎসা রটানো হয়েছে, তাতে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি মানহানির মামলা করেছেন।
নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচ পাতার নোটিস পাঠানো হয়েছে। সাংসদের তরফে এই নোটিস পাঠিয়েছেন আইনজীবী প্রসেনজিৎ বাগ। তাতেই সমাজমাধ্যমে কাকলীর বিরুদ্ধে করা শুভেন্দুর মন্তব্যের লিঙ্কও তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাংসদের আইনজীবী।