প্রযুক্তি কোথায় ? উত্তর কাশী নিয়ে অবশেষে মুখ খুলল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের কাছে এবার এই প্রশ্ন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। ১৬ দিন পরেও সুড়ঙ্গে আটকে রয়েছে বাংলার তিন শ্রমিক সহ ৪১ জন। অপরূপের অভিযোগ, কেন্দ্রের কাছে ওই ৪১ শ্রমিকের জীবনের কোনও দাম নেই। তাই, ১৬ দিন পরেও তাঁদের উদ্ধারে ব্যর্থ কেন্দ্র এবং উত্তরাখণ্ডের বিজেপি সরকার।
উল্লেখ্য গত দীপাবলির দিন থেকে উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন, হুগলির পুরশুরার নিমডাঙ্গির জয়দেব প্রামাণিক এবং হরিণখালির বাসিন্দা সৌরভ পাখিরা। ছেলেদের বাড়ি ফেরায় আশায় দিন গুনছে দুই পরিবার। ওই পরিবারের পাশে দাঁড়িয়ে হুগলির সাংসদের দাবি, উদ্ধার নিয়ে রোজই খবর নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শ্রমিকদের উদ্ধারের উদাসীন কেন্দ্রীয় সরকার।
রোজের মতো রবিবারও শুরু হয়েছে উত্তর কাশীতে সুড়ঙ্গে উদ্ধারের কাজ। বিদেশি বিশেষজ্ঞ এনে চলছে উদ্ধারের কাজ। কিন্তু এখনও কোনও সাফল্য আসেনি। এরমধ্যে রবিবার সকাল থেকে উদ্ধারের অবশেষে সেনা নামানো হয়েছে।