একদিকে দুর্নীতিমুক্ত তৃণমূলের বার্তা। অন্য়দিকে অধিকারী পরিবারের দিকে তোপ। এই দুয়ের ভারসাম্য়ে রাজ্যের পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারাণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। প্রভাতকুমার কলেজের মাঠে দাঁড়িয়েই মরিশদার পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইস্তাফার নির্দেশ দিলেন। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, পদত্যাগ না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর শান্তিকুঞ্জের ২০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে ফের একবার টার্গেট করলেন অভিষেক। দাবি করলেন, পরের বার এসে ২০ মিটারের মধ্যে সভা করবেন। কাঁথির সাংসদ শিশির অধিকারী সম্পর্কে সুর এদিন খানিকটা নরম করলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের বেইমান বলেই অভিযোগ করলেন অভিষেক। শুভেন্দু অধিকারীকে ১০ বছর ক্ষমতায় রাখার জন্য এদিন রাজ্য়বাসীর কাছে ক্ষমা চেয়েছেন অভিষেক। অবাধ পঞ্চায়েত ভোটের আশ্বাস দিয়ে অভিষেক জানিয়েছেন, ২০১১ সালে যা আসন পেয়েছিল তার থেকে ২০১৬ এবং ২০২১ সালে বেশি আসন পেয়েছে তৃণমূল। অধিকারী পরিবার ছিল না বলে তাঁরা বেশি আসন পেয়েছেন। কোন রাস্তায় কবে কত টাকা চুরি হয়েছে সব শুভেন্দুর মুখস্থ বলেও এদিন অভিযোগ অভিষেকের।
পঞ্চায়েতের প্রচার শুরুতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কী বার্তা দেবেন অভিষেক, সেই ব্যাপারে এদিন আগ্রহ ছিল রাজনৈতিক মহলের। একইসঙ্গে দেখার বিষয় ছিল শান্তিকুঞ্জ সম্পর্কে তাঁর মনোভাবের। বিগত সময় এই কাঁথিতে দাঁড়িয়ে অধিকারী পরিবারের কড়া সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। এদিনও তার কোনও ব্য়তিক্রম হয়নি। বরং এই মাঠে ফের সভা করার কথা জানিয়ে, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর দিকে। তিনি জানিয়েছেন, দিল্লি থেকে ফিরে এসে আবার তিনি কাঁথিতেই সভা করতে আসবেন। গ্রামের ভোটে গ্রামের ইস্যুকেই এদিন ফের খুঁচিয়ে দিয়েছেন তিনি। ১০০ দিনের টাকা আটকে রাখার জন্য কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।
ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্য় বিজেপির নেতারা। এদিন তার পাল্টা হিসেবে অভিষেকও জানালেন, ডিসেম্বরে তিনিও তৃণমূলের দরজা অল্প করে খুলে দিতে চান। অভিষেকের এই ঘোষণাকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অভিষেক জানিয়েছেন, যাঁরা দলের জন্য কাজ করতে চাইবে, তাঁদের স্বাগত জানানো হবে। তিনি কথা দিচ্ছেন, তাঁদের খোলা মনে কাজ করতে দেওয়া হবে। একইসঙ্গে তিনি জানান, নন্দীগ্রামে আবার ভোট হবে। কী ভাবে নন্দীগ্রামে ভোট হয়েছিল, প্রয়োজনে সেই তথ্য সুপ্রিম কোর্টকে দেওয়া হবে। এদিন থেকে দুর্নীতিমুক্ত তৃণমূলের সফর শুরু হল বলেও কাঁথির সভা থেকে জানিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।