নদিয়ায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার তিন। শুক্রবারের এই ঘটনায় অভিযোগ কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। এই ঘটনায় মোট ১১ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। স্থানীয় থানরপাড়ার মোক্তারপুরে খুন হন এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সাইদুল শেখ।
পুলিশ জানিয়েছে, বাড়ির সামনে সাইদুলকে কুপিয়ে খুন করা হয়েছে। বাড়ি ফেরার পথে তাঁকে ঘিরে ধরেই খুন করা হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, এই ঘটনার পিছনে কংগ্রস আশ্রিত দুষ্কৃীতা রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
রোজেই মতোই কাজে গিয়েছিলেন এই তৃণমূল কর্মী। সন্ধ্যায় না ফেরায় বাড়ি থেকে ফোন করা হয়। পরিবারের সন্দেহ হতে রাস্তায় বেরিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সাইদুল। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।