দুটি পৃথক ইস্যুতে ভোটের আগে ফের উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। রবিবার থানার বিক্ষোভ বিজেপি প্রার্থী রেখা পাত্রের। অন্যদিকে গ্রামের মহিলাদের অসম্মান করে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে তৃণমূলকে পেটানোর অভিযোগ স্থানীয় মহিলাদের বিরুদ্ধে। ঘটনার সময় তাঁদের হাতে দেখা গিয়েছে বিজেপির পতাকা। ওই সময় ঘটনাস্থলে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক।
সম্প্রতি সন্দেশখালি নিয়ে চারটি ভিডিও ভাইরাল হয়। তার পাল্টায় বিজেপির দাবি, এই সবকটি ভিডিও ভুয়ো। আর এর নেপথ্যে তৃণমূল নেতা দিলীপ মল্লিক। এদিন তাঁর বাড়ি ঘেরাও করেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, মহিলাদের তুলে নিয়ে গিয়ে ওই ভিডিও করা হয়েছে। এরপরেই মারমুখী হন মহিলারা। তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।
শনিবার, নতুন করে সন্দেশখালি নিয়ে আরও একটি ভিডিও বাইরে এসেছে। সেখানেও দেখা গিয়েছে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। ওই ভিডিও অভিযোগ করা হয়েছে, কী ভাবে নির্বাচন হবে তা ফাঁস করেছেন গঙ্গাধর। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালি।