Mamamta Banerjee : নতুন মুখ সুগত, দোলা, তৃণমূলের মুখপাত্রের তালিকায় নেই ফিরহাদ, সুপ্রিয়র নাম

Updated : Mar 26, 2023 08:52
|
Editorji News Desk

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য ও জাতীয়স্তরে বেশ কয়েকজন মুখপাত্রের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।  প্রকাশিত তালিকায় নেই রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং যবু নেতা সুপ্রিয় চন্দের। জাতীয় স্তরে তৃণমূলের এই তালিকায় নতুন নাম সুগত বসু। রাজ্যস্তরে এই প্রথমবার রাখা হল দোলা সেনকে। রাজনৈতিক মহলের মতে, এই তালিকা থেকে বাদ যাওয়া দুটি নামই বেশ তাৎপর্যপূর্ণ।  এরআগেই তৃণমূলের যুব কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের সুপ্রিয়কে। এবার মুখপাত্রের তালিকা থেকেও তাঁর নাম বাদ দেওয়া হল। একইসঙ্গে ফিরহাদ হাকিমকেও কি কোনও বার্তা দেওয়া হল ? এই প্রশ্ন রাজনৈতিক মহলের। 

এরআগে, কালীঘাটে দলীয় বৈঠকেই ফিরহাদকে সতর্ক করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পুরসভা ছাড়া অন্য কোনও ইস্যুতে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। শনিবার বাম আমলে চাকরি প্রসঙ্গে অবশ্য রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর উল্টো সুরই শোনা গিয়েছিল ফিরহাদের গলায়। কাকতালীয় ভাবেই, উদয়ন প্রসঙ্গে তাঁর পাল্টা মন্তব্যের পরেই প্রকাশিত হয়েছে তৃণমূলের এই নতুন তালিকা। যদিও আগে কখনও ফিরহাদের নাম মুকপাত্রের তালিকায় ছিল না। এবারও রইল না। 

প্রেসিডেন্সি কলেজে সরস্বতী পুজো নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই কি বাদ সুপ্রিয় ? এই প্রশ্নও উঠছে।  যদিও এই তালিকায় নাম রয়েছে দেবাংশু ভট্টাচার্যের নাম।  জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকায় ২০ জনের নাম রয়েছে। আর রাজ্য স্তরের তালিকায় নাম রয়েছে ৪০ জনের। ভিন রাজ্যের নেতা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, ললিতেশ ত্রিপাঠী, মুকুল সাংমা, রিপুন বোরা, সুস্মিতা দেবের যেমন নাম রয়েছে। 

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর