রাজ্যের আসন্ন উপনির্বাচনে প্রার্থী ঘোষণাতেও বিরোধীদের টেক্কা এবং চমক দিল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে প্রার্থী হিসাবে স্থানীয় ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল রাজ্যের শাসকদল। রাজনৈতিক মহলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোক্যাল ফর লোকাল স্লোগানকেই সাগরদিঘির উপনির্বাচনে কাজে লাগাল তৃণমূল। তৃণমূল সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদে তৃণমূলের হয়ে কাজ করছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
গত বছরের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এই কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। তাঁর জায়গায় এবার প্রার্থী করা হল দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে মনে করা হচ্ছিল, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করতে পারে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে। কিন্তু হেভিওয়েট নাম নয়, বরং সংগঠনের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিকেই প্রার্থী হিসাবে আস্থা দেখল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
২০১১ সাল থেকেই মুর্শিদাবাদের এই কেন্দ্রে জিতে আসছে তৃণমূল। অধীরের গোঁজকে উড়িয়ে এই কেন্দ্রের জয়ের হ্যাটট্রিক করেছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে এই উপনির্বাচনে। ২৭ ফেব্রুয়ারি ভোট, ফলাফল ঘোষণা হবে ২ মার্চ।