Jawhar Sircar : বাদ নন জহর, তৃণমূলের নতুন একটি হোয়াটসঅ্য়াপ গ্রুপে রাজ্যসভার সাংসদ

Updated : Sep 10, 2022 19:52
|
Editorji News Desk

গত ২৯ অগাস্ট দলের দুর্নীতি প্রসঙ্গে মুখ খুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। সমালোচনা করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ঘটনার জেরেই নাকি জহরের উপর শাস্তির খাঁড়া নেমে আছে বলে খবর ছড়ায়। জানা যায়, তৃণমূলের রাজ্য়সভার হোয়াটসঅ্য়াপ গ্রুপ থেকে বার করে দেওয়া হয়েছে প্রাক্তন এই আমলাকে।  কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটির অ্যাডমিন ডেরেক ও ব্রায়েন। মোট সদস্য ১৩ জন সাংসদ। তাদের মধ্যে ছিলেন জহরও। তিনি বাদ পড়েছেন বলে খবর ছড়ায়। কিন্তু এই খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ পর জানা যায়, কোনও গ্রুপ থেকে বাদ পড়েননি, তৃণমূলের রাজ্য়সভার সাংসদদের নতুন গ্রুপে জহর সরকারকে যোগ দেওয়ানো হয়েছে।

দলের একটা দিক পচে গিয়েছে। এই দল নিয়ে ২০২৪ সালে লড়াই করা মুশকিল। গত ২৯ অগাস্ট এই মন্তব্য়ই করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘটনা দেখার পর দাবি করেছিলেন, অবিলম্বে তাঁকে রাজনীতি ছাড়তে পরামর্শ দিচ্ছেন পরিবার ও বন্ধুরা। জহরের এই বয়ান প্রকাশ্য়ে আসতেই কড়া অবস্থান নেয় তৃণমূল। কার্যত শীর্ষ নেতৃত্বের নির্দেশেই জহরকে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দেন রাজ্যসভায় তৃণমূলের নেতা সুখেন্দুশেখর রায়। 

এমনকী চিঠি দিয়ে তৃণমূলের অবস্থান পর্যন্ত জানানো হয়। ইতিমধ্যেই জহর জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথাতেই রাজ্য়সভার সদস্য হয়েছে। যদি মমতা তাঁকে না চান, তাহলে তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারেন। 

TMCJawhar Sircar.

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর