প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) সোমবার অর্ধ-দিবস ছুটি (Half Day leave) ঘোষণা করেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতা মঙ্গেশকরের গাওয়া গান ।
রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর । একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক প্রতীত সমদানি । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ অসংখ্য মানুষ । লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুতে দু'দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে । সর্বত্র অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা ।
সাত দশকের বেশি সময় ভারত এবং বিশ্ব মুগ্ধ ছিল তাঁর কণ্ঠে । সি রামচন্দ্র থেকে শচীন দেববর্মণ । রাহুলদেব বর্মণ থেকে এ আর রহমান- এই জনপদে ৩০ হাজারের বেশি গান গেয়েছিলেন । ভারতের সেই কণ্ঠ আজ স্তব্ধ ।