ট্র্যাফিক আইন (Traffic Rules) ভাঙার জরিমানা অনেকটা বাড়িয়ে দিল পরিবহণ দফতর। হেলমেট (Helmet) না পরে বাইক চালানো, আইনভঙ্গ (Law Break) করে জোরে গাড়ি চালানো, গাড়ির বিমার কাগজপত্র ঠিকভাবে জমা না দেওয়া- এমন একাধিক ক্ষেত্রে অন্তত ১০ গুণ পর্যন্ত জরিমানার পরিমাণ বাড়ানোর নির্দেশিকা জারি করা হল।
বৈধ ড্রাইভিং লাইসেন্স (Valid Driving License) না নিয়ে গাড়ি চালালে এখন থেকে জরিমানা দিতে হবে ৫,০০০ টাকা। আগে যা ছিল ৫০০ টাকা।
বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ক্ষেত্রেও জরিমানার পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হল পাঁচ হাজার টাকা।
আরও পড়ুন: বিজেপি থেকে এবার সাময়িক বরখাস্ত জয়প্রকাশ, রীতেশ
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সিটবেল্ট (Seat belt) না পরলে জরিমানা দিতে হবে এক হাজার টাকা। আগে যার পরিমাণ ছিল মাত্র ১০০ টাকা।
ডিএল সিএফ, পারমিট এবং বিমা বৈধ নথি ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামলে আগে জরিমানা ছিল ৫০০ টাকা। তা একই রয়েছে। বাড়ানো হয়েছে দ্বিতীয়বার আইন ভাঙার জরিমানা। আগে যা ছিল ৫০০ টাকা, এখনও তাকে বাড়িয়ে করা হয়েছে ১,৫০০ টাকা।