SBSTC Agitation: SBSTC অস্থায়ী কর্মীদের ২৬ দিন কাজের আশ্বাস পরিবহণ মন্ত্রীর, আন্দোলন তুলে নিতে অনুরোধ

Updated : Oct 03, 2022 14:30
|
Editorji News Desk

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) অস্থায়ী কর্মীদের আন্দোলন অব্যাহত। যার জেরে নাকাল হচ্ছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে কর্মীদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার তিনি অস্থায়ী কর্মীদের ২৬ দিনের কাজের দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, অস্থায়ী কর্মীদের মাসে ২৬ দিন করে কাজের দাবি মেনে নেওয়া হবে। এছাড়াও তাঁদের বাকি দাবিদাওয়া যতটা সম্ভব মেনে নেওয়ার চেষ্টা করা হবে। আন্দোলন তুলে নিলে পুজোড় পর তাঁদের সঙ্গে আলোচনা করার আশ্বাসও দেন মন্ত্রী। 

গত কয়েকদিন ধরে এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের ডাকা বন্ধের জেরে গড়ায়নি বাসের চাকা। সোমবারও আন্দোলন চলছে। অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, সাত দফা দাবি রয়েছে তাঁদের। এই দাবি না মানা হলে কাজে যোগ দেবেন না তাঁরা।

গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুর, বর্ধমানে অস্থায়ী বাস কর্মীদের বিক্ষোভ চলছে। বিভিন্ন জেলা-সহ এই বিক্ষোভের আঁচ পড়েছে করুণাময়ীর এসবিএসটিসি বাস ডিপোতেও। অস্থায়ী কর্মীরা জানাচ্ছেন, তাঁদের দৈনিক কাজের ভিত্তিতে টাকা দেওয়া হয়। পুরো ২৬ দিন কাজ না পাওয়ার কারণে তাঁদের বেতন অনেকটাই কমে যায়। এই পরিস্থিতিতে নিয়মিত কাজ, বেতন বাড়ানো-সহ মোট ৭ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি, বার বার আলোচনা করে দীর্ঘদিন ধৈর্য ধরেও কোনও লাভ হয়নি। তাই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা।

পুজোর মুখে অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। একদিনে ৩০ থেকে ৩৫টি বাসের বদলে চালানো হচ্ছে মাত্র চারটি বাস।  বাস না চলায় প্রভাব পড়ছিল জনজীবনে। যে কারণে  চাপ বাড়ছিল সরকারের উপরেও। অবশেষে সোমবার পরিবহণ মন্ত্রী তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। যদিও এই নিয়ে এখনও অস্থায়ী কর্মীদের তরফে কিছু জানানো হয়। 

 

West BengalTransport Minister

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর