কলকাতায় হাঁসফাঁস গরম। বাঙালির মন এখন থেকে পাহাড় পাহাড় করছে। সামনে ছুটি বলতে দুর্গাপুজোর সময়। তাও হাতে এখনও চার মাস। সবে আইআরসিটিসি তে বুকিং শুরু হল, তাতেই ডুয়ার্স-দার্জিলিং যাওয়ার যাওয়ার ধূম!
গত সোমবার থেকে শুরু হয়েছে পঞ্চমীর দিনের (৮ অক্টোবর) টিকিট দেওয়া। কাউন্টার খুলতেই NJPগামী সব ট্রেনেরই টিকিটই ওয়েটিং লিস্টে পৌঁছেছে।টিকিটের চাহিদার নিরিখে বন্দে ভারতকে পেছনে ফেলে দিয়েছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস কামরূপ, সরাইঘাট, তিস্তা-তোর্ষা ও উত্তরবঙ্গ এক্সপ্রেস। কাশ্মীরগামী ট্রেনগুলিতেও চাহিদা ভালোই।
তবে পুজোয় পুরী যাওয়ার টিকিটের চাহিদা কম। পুরী এক্সপ্রেসে পঞ্চমীতে এখনও বহু আসন ফাঁকা রয়েছে।
প্রসঙ্গত, যাত্রার দিনের ঠিক ১২০ দিন আগে অনলাইন এবং অফলাইন টিকিট দেওয়া শুরু করে ভারতীয় রেল।