ঠিক ২৫ বছর পর ভারতীয় রেলের দুর্ঘটনার মানচিত্রে ফের উত্তরবঙ্গ। রাতারাতি সংবাদের শিরোনামে দার্জিলিঙ জেলার ফাঁসিদেওয়ার ছোট জনপদ রাঙাপানি। সোমবার দিনভর এই রাঙাপানির উপরেই চোখ ছিল সবার। মঙ্গলবার সকাল থেকে কী চলছে সেখানে ? ট্রেন চলছে। জানিয়েছে রেল। স্বাভাবিক গতিতেই রাঙাপানির উপর দিয়ে ফের ছুটছে দূরপাল্লা। বৃষ্টির মধ্যেই সবাই চাইছেন এই রাঙাপানিকে মুঠো ফোনে বন্দি করতে।
এদিন সকালে ডিআরএম কাটিয়ার সুরেন্দ্র কুমার চৌধুরী জানিয়েছেন, যাবতীয় ধ্বংসস্তূপ সরিয়ে স্বাভাবিক হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই ট্র্যাক। কী কারণে সোমবারের দুর্ঘটনা ? সেই কারণ খতিয়ে দেখতে এদিনই ঘটনাস্থলে যাবে রেলের পদস্থ কর্তারা। ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে।
এদিকে, দুর্ঘটনার ধকল কাটিয়ে মঙ্গলবার ভোর রাতেই কলকাতায় ফিরেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদহ স্টেশনে ট্রেনের যাত্রীদের বাড়ি যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছে রাজ্য প্রশাসন। মেয়র ফিরহাদ হাকিম এবং পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই ব্যাপারে তদারকি করেন।