ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ব্যস্ত সময় হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল ব্যহত। তড়িঘড়ি মেরামতির কাজ শেষ করা হলেও পরিষেবায় বিঘ্ন ঘটে। অধিকাংশ ট্রেন হাওড়া থেকে দেরিতে ছাড়ে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক ট্রেন। ব্যান্ডেলমুখী ট্রেন মাঝপথে থমকে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। বৃহস্পতিবার অফিসফেরত নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি লোকাল ট্রেন ব্য়ান্ডেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। ব্যান্ডেলমুখী ট্রেনগুলি রিষড়া, কোন্নগর, শেওড়াফুলিতে দাঁড়িয়ে যায়। একঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিল ট্রেন।
রেলের মুখ্য জনসংযোগ আধিরাকির কৌশিক মিত্র জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন পরিষেবা বিঘ্নিত ছিল।